• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উদ্যোগের অগ্রগতি তুলে ধরলেন রবির উদ্যোক্তারা

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

উদ্যোগের অগ্রগতি তুলে ধরলেন রবির উদ্যোক্তারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মে ২০১৯

নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উদ্যোক্তা বেছে নিতে আর-ভেঞ্চারস নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে রবি।

এই প্ল্যাটফর্মের পাঁচ উদ্যোক্তা ডেমো ডে নামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ব্যবসায়িক অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

পাঁচটি স্টার্টআপের মধ্যে একটি হচ্ছে শুধু নারীদের জন্য অ্যাপভিত্তিক পরিবহন সেবা শাটল।

আরেকটি স্টার্টআপ হচ্ছে এয়ারব্রিঙ্গার। সেবাটির মাধ্যমে বিদেশি পণ্য কিনতে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট দেশ থেকে আসা ভ্রমণকারীদের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আনানোর সুযোগ পান।

আরো রয়েছে ফটো, ভিডিও, মিউজিক ইত্যাদি (বাংলাদেশি কনটেন্ট) কনটেন্ট বিক্রির জন্য গড়ে তোলা ডিজিটাল প্ল্যাটফর্ম পিক্সমামা।

বাকি দুটি স্টার্টআপের নাম কমইঞ্জিন ও যাচাই। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সোশ্যাল সিআরএম সল্যুশন প্রদান করে কমইঞ্জিন। যাচাই হচ্ছে কমইঞ্জিনেরই একটি উদ্যোগ যার মাধ্যমে একটি পণ্য আসল না নকল, তা যাচাই করা যায়।

প্রকল্পগুলো থেকে উদ্যোক্তারা যেন তাদের ব্যবসায়িক প্রচেষ্টাকে সফল করতে পারে, তা নিশ্চিত করতে প্রাথমিক মূলধনের জোগান দিয়েছে রবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads