• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অ্যান্ড্রয়েড কিউয়ে ব্যাটারি সাশ্রয়ী ফিচার

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

অ্যান্ড্রয়েড কিউয়ে ব্যাটারি সাশ্রয়ী ফিচার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুন ২০১৯

কিছুদিন আগেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড কিউয়ের বেটা ভার্সন উন্মুক্ত করেছে গুগল। নতুন এ সংস্করণে থাকছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে অন্যতম হলো ‘স্ক্রিন অ্যাটেনশন’।

এটি মূলত ব্যাটারি সাশ্রয়ের উদ্দেশে যুক্ত করা হয়েছে বলে এক্সডিএ ফোরামে জানা গেছে।

স্ক্রিন অ্যাটেনশনটি কাজ করবে ডিভাইসের সামনের ক্যামেরার মাধ্যমে। কেউ যখন তার ডিভাইসের ডিসপ্লে থেকে তার অ্যাটনশন সরিয়ে দেবে তখন ডিসপ্লে বন্ধ হবে।

এটি ইতিবাচকভাবে কাজ করলে ব্যাটারি সাশ্রয় করবে বলে মনে করা হচ্ছে। এর আগের অ্যান্ড্রয়েড বেটা ৩ সংস্করণে গুগল এটিকে নাম দিয়েছিল ‘অ্যাডাপ্টিভ স্লিপ’। কিন্তু শেষ সংস্করণে এমন নাম দেখা গেল।

অ্যান্ড্রয়েড কিউতে স্ক্রিন অ্যাটেনশন ফিচারটি পেতে হলে ব্যবহারকারীকে সেটিংসে যেতে হবে। এরপর সেখান থেকে ডিসপ্লে অপশনে এবং সেখানেই পাওয়া যাবে স্ক্রিন অ্যাটেনশন ফিচার।

ইতোমধ্যে মটোরোলা ও স্যামসাং একই ধরনের ফিচার সুবিধা দিতে শুরু করেছে। যাদের নাম যথাক্রমে অ্যাটেনটিভ ডিসপ্লে এবং স্মার্ট প্লে।

তবে গুগল এখনো ফিচারটি তাদের পিক্সেল ৩ ফোনে দেয়নি। পরের পিক্সেল ৪ ডিভাইসে সফটওয়্যার আপডেটে সেটি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads