• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওজনিয়াকি

ফাইল ছবি

টেনিস

ওজনিয়াকির দুরন্ত জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

চার বছর পর ইস্তাম্বুলে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। গিয়েই নাম্বার ওয়ান বাছাই দেখালেন দুরন্ত পারফরম্যান্স। কোর্টের লড়াইয়ে রাশিয়ান প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিলেন না। একাতেরিনা আলেকজান্দ্রোভাকে রীতিমতো উড়িয়ে দিলেন ৬-২ ও ৬-২ গেমে। মঙ্গলবারের অনবদ্য জয়ে ডেনিশ সুন্দরী পৌঁছে গেলেন ইস্তাম্বুল কাপের দ্বিতীয় রাউন্ডে।

র্যাঙ্কিংয়ের ১০১ নম্বর আলেকজান্দ্রোভা ম্যাচে ডেনমার্কের সুপারস্টার ওজনিয়াকিকে সমস্যায় ফেলতে পারেননি বললেই চলে। মেয়েদের বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা এই তারকা ম্যাচের ছয় ব্রেক পয়েন্টের পাঁচটি নিজের করে নেন। সুবাদে চলতি মৌসুমে নিজের প্রথম ক্লে-কোর্ট ম্যাচ ৬৮ মিনিটেই জিতে নিয়েছেন এই গ্ল্যামার গার্ল।

অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওজনিয়াকির আগামী ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেন্স ও ইতালির সারা এরানির মধ্যকার ম্যাচের বিজয়ী দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন সাবেক নাম্বার ওয়ান ওজনিয়াকির বিপক্ষে। তবে ম্যাচ জিতে বেজায় উচ্ছ্বসিত ডেনমার্কের ২৭ বছরের এই মেগাস্টার, ‘অবশ্যই কৌশলপূর্ণ ম্যাচ ছিল এটি। ক্লে-কোর্টে প্রথম ম্যাচ জেতা কখনোই সহজ নয়। কিন্তু জয় ছিনিয়ে নিতে পেরে খুশি আমি। একটা ম্যাচে সাফল্য পাওয়াটা অসাধারণ ব্যাপার। এগিয়ে যেতে পারলে ভালো লাগে। ম্যাচে সব কিছু ঠিকঠাক থাকলে যা হয় যেমনটা ঘটেছে এই ম্যাচে।’

সামনে ফরাসি ওপেন। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই ইস্তাম্বুলে খেলছেন ২৮টি ডব্লিউটিএ ট্রফির মালিক ওজনিয়াকি, ‘আগামী কয়েক সপ্তাহের প্রস্তুতির জন্য খেলছি এই টুর্নামেন্টে। কারণ ফরাসি ওপেন খুব কাছাকাছি চলে এসেছে। অনেক দূর এগিয়ে যেতে হবে। ক্লে-কোর্টে যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছি। এই ধারাটা ধরে রাখতে চাই।’

ওজনিয়াকির সঙ্গে আসরের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন ডোনা ভেকিচ। পোলিশ প্রতিপক্ষ আগনিয়েস্কা রাদওয়ানস্কা পিঠের চোটের জন্য ম্যাচ ছেড়ে দিলে পরের রাউন্ডের টিকেট পেয়ে যান র্যাঙ্কিংয়ের এই ৫৪তম খেলোয়াড়। তৃতীয় বাছাই রাদওয়ানস্কা যখন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন, তখন ক্রোয়েশিয়ান ভেকিচ ৬-১ ও ২-০ গেমে এগিয়ে ছিলেন।

অন্যদিকে চমক দেখিয়েছেন কোয়ালিফায়ার আরিন্টস রাশ। এই ডাচ খেলোয়াড় ৬-২ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন চীনের ঝ্যাং শুয়াইকে। প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েও জিতেছেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভা। ঘুরে দাঁড়িয়ে ০-৬, ৬-১ ও ৬-০ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রোমানিয়ার সোরানা কারস্তিয়াকে। রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগু ৭-৫ ও ৬-০ ব্যবধানে হারান স্লোভেনিয়ান কোয়ালিফায়ার ডালিলা জাকুপোভিচকে। পরের ম্যাচ এই সপ্তম বাছাই লড়বেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহলের বিপক্ষে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads