• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

টেনিস

অঘটনে বিদায় হালেপের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

স্টুটগার্ট ওপেনে অঘটনের শিকার হয়েছেন সিমোনা হালেপ। শেষ আটের লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। এ সুবাদে প্রথমবারের মতো ক্লে-কোর্টে ডব্লিউটিএ ট্যুর সেমিফাইনালে পৌঁছে গেছেন ওয়াইল্ড কার্ডধারী প্রতিপক্ষ কোকো ভ্যান্দেওয়েগে। এ ছাড়া সেমিফাইনালে উঠে গেছেন ক্যারোলিন গার্সিয়া, ক্যারোলিনা প্লিসকোভা ও অ্যানেত কোন্তাভেইত।

শীর্ষ বাছাই হালেপ কোয়ার্টার ফাইনালে যেন ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম সেটে কিছুটা চেষ্টা করলেও দ্বিতীয় সেটে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি রোমানিয়ান এই সুপারস্টার। সরাসরি সেটে ৬-৪ ও ৬-১ গেমে ধরাশায়ী হন যুক্তরাষ্ট্রের ২৬ বছরের ভ্যান্দেওয়েগের বিপক্ষে। হারলেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকছে হালেপের। শেষ চারে র্যাঙ্কিংয়ের ১৬তম ভ্যান্দেওয়েগে খেলবেন ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে।

প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন ষষ্ঠ বাছাই ফ্রান্সের গার্সিয়া। র্যাঙ্কিংয়ের এই সপ্তম সেরা তারকা দ্বিতীয় সেটেও ৩-০তে পিছিয়ে ছিলেন। ম্যাচের এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ান গার্সিয়া। খেলায় ফিরে ৬-৭ (৪-৭), ৬-৪ ও ৬-২ গেমে গার্সিয়া জয় তুলে নেন তৃতীয় বাছাই ইউক্রেনের এলিনা সোভিতলিনার বিপক্ষে। শেষ আটের অন্য ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও লাভ হয়নি রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেনকোভার। ৭-৫, ৬-৭ (৬-৮) ও ৬-৪ গেমে জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভেইত। জয় ছিনিয়ে নিয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাও। সাবেক নাম্বার ওয়ান তারকা ৫-৭, ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন চতুর্থ বাছাই লাটভিয়ার জেলেনা অস্তানেপকোকে।

অন্যদিকে পেটের পীড়ার জন্য ইস্তাম্বুল কাপের কোয়ার্টার ফাইনাল থেকে রিটায়ার্ড আউট হয়ে বিদায় নিয়েছেন র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ক্যারোলিন ওজনিয়াকি। এ সুবাদে ফরাসি প্রতিপক্ষ পাউলিন পারমেন্তিয়ার উঠে গেছেন টুর্নামেন্টের সেমিফাইনালে। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে এগিয়ে যান আসরের শীর্ষবাছাই এই ডেনিশ সুন্দরী। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ১২২তম খেলোয়াড় পারমেন্তিয়ার। কিন্তু তৃতীয় ও ম্যাচের ফল নির্ধারণী সেটে না খেলে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওজনিয়াকি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads