• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

টেনিস

ট্রফি কেভিতোভার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

ফরাসি ওপেন শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি। বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্লামকে সামনে রেখে পেত্রা কেভিতোভা প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিচ্ছেন। দোহা ও সেন্ট পিটার্সবার্গে শিরোপা জয়ের পর এবার চ্যাম্পিয়ন হলেন দেশের মাটিতে। ক্যারিয়ারের প্রথম ট্রফি থেকে প্রতিপক্ষ মিহায়েলা বুজারনেসকুকে বঞ্চিত করে জিতে নিলেন প্রাগ ওপেনের শিরোপা। এ নিয়ে চলতি বছর ডব্লিউটিএ ট্যুরে তিনটি শিরোপা ঘরে তুললেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস মেগাস্টার। ক্যারিয়ারে এটি তার ২৩তম ডব্লিউটিএ টুর্নামেন্ট ট্রফি।

ঘরের কোর্টে টুর্নামেন্ট। স্বাভাবিকভাবে স্বদেশী তারকাকে উৎসাহ দিয়ে গেছে গ্যালারি ভর্তি দর্শক। সুবাদে কেভিতোভা প্রথম সেটের শুরুতে ৩-০ গেমে এগিয়ে যান। কিন্তু টানা পাঁচ গেম জিতে উদ্বোধনী সেটটি নিজের করে দেন রোমানিয়ান প্রতিপক্ষ মিহায়েলা বুজারনেসকু। যে কারণে ৪-৬ গেমে হার মেনে পিছিয়ে পড়েন র্যাঙ্কিংয়ের দশম সেরা খেলোয়াড়। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর পর কেভিতোভাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্বিতীয় সেটে ৬-২ গেমে বুজারনেসকুকে হারিয়ে সমতায় ফেরেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের তৃতীয় ও ভাগ্য নির্ধারণী সেটে ৬-৩ গেমে প্রতিপক্ষকে কুপোকাত করে শিরোপা উঁচিয়ে ধরেন দুই বারের এই উইম্বলডন জয়ী।

২০১৬ সালের ডিসেম্বরে নিজ ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে ছয় মাস কোর্টের লড়াইয়ের বাইরে ছিলেন ২৮ বছরের কেভিতোভা। মাঝের সময়টা খারাপ কাটলেও চলতি মৌসুমটা বেশ দুর্দান্তই কাটছে তার। কাতার ওপেন ও সেন্ট পিটার্সবার্গ ওপেনের পর প্রাগ ওপেনের শিরোপা ধরা দেওয়াটা সেটাই প্রমাণ করছে।

এর আগেও ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হাতছানি দিয়েছিল বুজারনেসকুর সামনে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। হোবার্ট ইন্টারন্যাশনালের ফাইনালে তিনি হার মানেন বেলজিয়ামের এলিসে মারর্টেনসের কাছে। কেভিতোভার দৃঢ়তায় এবার পারলেন না প্রাগ ওপেনের ফাইনালেও। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডব্লিউটিএ ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন হতে পারলেন না ৩০ বছরের বুজারনেসকু। মন খারাপ তো হবেই।

অন্যদিকে শিরোপা জিতেও উদযাপনের তেমন একটা সুযোগ পাননি কেভিতো। শনিবার শিরোপা জেতার পর পরই চেক প্রজাতন্ত্রের রাজধানী থেকে পাড়ি জমিয়েছেন স্পেনের রাজধানীতে। কারণ রোববার প্রতিপক্ষ ইউক্রেনের লেসিয়া তুরেনকোকে তিনি মোকাবেলা করেছেন মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads