• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

টেনিস

দ্বিতীয় রাউন্ডে হালেপ

  • প্রকাশিত ০৮ মে ২০১৮

মাদ্রিদ ওপেনের মহিলা এককে প্রথম রাউন্ডের লড়াইয়ে যথারীতি জয় পেয়েছেন সিমোনা হালেপ, ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভা ও গার্বিন মুগুরুজা।

শেনঝেন ওপেন দিয়ে চলতি মৌসুম শুরু করেছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা। পারফরম্যান্সও ভালো হয়েছিল। পৌঁছে গিয়েছিলেন টুর্নামেন্টের শেষ চারে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনেও খেলেছেন তৃতীয় রাউন্ডে। এরপর হঠাৎ ছন্দপতন। কাতার ওপেন, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও স্টুটগার্ট ওপেনে খেলে জয়ের দেখা পাননি। ক্যারিয়ারের খারাপ সময় কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেলেন এই রুশ সুন্দরী। সাবেক এই নাম্বার ওয়ান তারকা এক ঘণ্টা ২২ মিনিটে ৬-৪ ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন রোমানিয়ান মিহায়েলা বুজারনেসকুকে।

টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়ন হালেপ খেলেছেন নাম্বার ওয়ানের মতোই। রুশ প্রতিপক্ষ একাতেরিনা মাকারোভাকে ৬-১ ও ৬-০ গেমে উড়িয়ে দিতে রোমানিয়ান মেগাস্টার সময় নিয়েছেন মাত্র ৫১ মিনিট। র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান হালেপের মতো দ্বিতীয় সেরা তারকা ওজনিয়াকি নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ডের টিকেট। গত দশ ম্যাচের নয়টিতে জয় পাওয়া এই ডেনিশ সুন্দরী ৬-৩ ও ৬-১ গেমে হারান অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভাকে।

ঘরের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের বাধা ডিঙানোর প্রত্যয় নিয়ে কোর্টে নামেন তৃতীয় বাছাই মুগুরুজা। এক ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে এই স্প্যানিশ তারকা ৬-৪ ও ৬-২ গেমে জিতেছেন চীনের পেং শুয়াইয়ের বিপক্ষে। তবে চলতি বছর নিজের প্রথম ক্লে-কোর্ট ম্যাচে হেরে গেছেন ভেনাস উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের এই তারকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভেইত। আর ইরিনা-ক্যামেলিয়া বেগুর কাছে হার মেনে আসর থেকে বিদায় নিয়েছেন লাটভিয়ার জেলেনা অস্তানপেনকো।

এ ছাড়া স্প্যানিশ রাজধানীর এই টুর্নামেন্টে জয় পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভা, ক্যারোলিন প্লিসকোভা ও পেত্রা কেভিতোভা। তাদের সঙ্গে জয়রথে উঠেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, পুয়ের্তোরিকোর মনিকা পুইগ, ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, ব্রিটেনের জোহান্না কোন্টা, যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স ও অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads