• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

রাফায়েল নাদাল

ছবি: ইন্টারনেট

টেনিস

নাদালের রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

দুই বছর ধরে মাদ্রিদ ওপেনের শিরোপা সিমোনা হ্যালেপের দখলে। টানা তৃতীয় শিরোপা ঘরে তোলার স্বপ্ন নিয়ে কোর্টে নেমেছিলেন র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। কিন্তু স্বপ্নটা তার আলোর মুখ দেখল না। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় রোমানিয়ান এই তারকাকে। অঘটনের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভাও। তবে জন ম্যাকনরয়ের রেকর্ড ভেঙে ছেলেদের এককে শেষ আটে জায়গা করে নিয়েছেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল।

শীর্ষ বাছাই হ্যালেপকে ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন ষষ্ঠ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। এই নিয়ে ক্লে-কোর্টে টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে গেলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। আর তিন বছরের মধ্যে এই প্রথম স্পেনের রাজধানীতে হার মানলেন হ্যালেপ। শেষ চারে প্লিসকোভার প্রতিপক্ষ দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন স্বদেশি পেত্রা কেভিতোভা। কোয়ার্টার ফাইনালে দশম বাছাই কেভিতোভা ৬-৪ ও ৬-০ গেমে হারিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে।

রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে ছিলেন। কিন্তু পরে দুই সেটে জ্বলে ওঠেন কিকি বার্টেনস। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে চমক দেখিয়ে ৬-২ ও ৬-৩ গেমে ধরাশায়ী করে শেষ চারের টিকেট নিশ্চিত করেন নেদারল্যান্ডসের এই খেলোয়াড়। এ ছাড়া সেমিফাইনালে উঠে গেছেন ক্যারোলিন গার্সিয়া। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে সপ্তম বাছাই এই ফরাসি তারকা খেলবেন বার্টেনসের বিপক্ষে।

১৯৮৪ সালে কার্পেট কোর্টে টানা ৪৯ সেট জয়ের রেকর্ড গড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাকনরয়। সেবার মাদ্রিদ ইনডোর ওপেন শিরোপাও জিতেছিলেন তিনি। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্টম্যানকে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে ৩৪ বছরের পুরনো রেকর্ডটা ভেঙে দিলেন নাদাল। তবে স্প্যানিশ সুপারস্টার অবশ্য টানা ৫০ সেট জিতেছেন ক্লে-কোর্টে। সুবাদে বিশ্বের নাম্বার ওয়ান তারকা জিতেছেন বার্সেলোনা, মন্টে কার্লো ও গত বছরের ফ্রেঞ্চ ওপেন শিরোপা। এবার ষষ্ঠ মাদ্রিদ ওপেন জয়ের লক্ষ্যে ১৬ বারের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ী শেষ চারে ওঠার লড়াইয়ে মোকাবেলা করবেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads