• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কেভিতোভার রেকর্ড শিরোপা

মাদ্রিদ ওপেনের শিরোপা হাতে পেত্রা কেভিতোভা

ইন্টারনেট

টেনিস

কেভিতোভার রেকর্ড শিরোপা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

মাদ্রিদ ওপেনে পেত্রা কেভিতোভার সর্বোচ্চ দুটি শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হালেপ। দুজনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন এই চেক তারকা। দুরন্ত পারফরম্যান্সে মাদ্রিদ ওপেনের শিরোপা ছিনিয়ে স্বপ্নটা পূরণ করলেন ২৮ বছরের এই মেগাস্টার। এ নিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ট্রফি ঘরে তুললেন কেভিতোভা। সেন্ট পিটার্সবার্গ, দোহা ও প্রাগ ওপেনের পর চলতি বছর এটি তার চতুর্থ শিরোপা। সব মিলিয়ে জিতলেন ক্যারিয়ারের ২৪তম ডব্লিউটিএ ট্রফি।

ডাচ প্রতিপক্ষ কিকি বার্টেনসের বিপক্ষে শিরোপা জেতা মোটেই সহজ হয়নি র্যাঙ্কিংয়ের দশম সেরা তারকার। দুই ঘণ্টা ৫২ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ীর হাসি নিয়ে কোর্ট ছাড়েন দুইবারের এই উইম্বলডন চ্যাম্পিয়ন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সেট টাই হয় ৭-৬ গেমে। টাইব্রেকারের কঠিন লড়াই শেষে ৮-৬ গেমে জিতে এগিয়ে যান কেভিতোভা। তবে দ্বিতীয় সেটেই জ্বলে ওঠেন অবাছাই বার্টেনস। ৬-৪ গেমে জিতে সমতায় ফেরেন নেদারল্যান্ডসের এই খেলোয়াড়। তবে তৃতীয় সেট সহজে ৬-৩ ব্যবধানে জিতে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতেন ২০১১ ও ২০১৫ সালের চ্যাম্পিয়ন কেভিতোভা। সুবাদে প্রথম নারী হিসেবে স্প্যানিশ রাজধানীতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন এই দশম বাছাই। সঙ্গে জয়ের রেকর্ডটা বাড়িয়ে ১১ ম্যাচে নিয়ে গেলেন।

ফাইনালে ওঠার পথে চমক দেখিয়েছিলেন র্যাঙ্কিংয়ের ২০তম খেলোয়াড় বার্টেনস। তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ডেনিশ সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকিকে ধরাশায়ী করে টেনিসপ্রেমীদের তাক লাগিয়ে দেন। আর কোয়ার্টার ফাইনালে হতাশ করেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী রুশ গ্লামার গার্ল মারিয়া শারাপোভাকে। তাই রানার আপ হলেও খুশির বার্তা অপেক্ষা করতে থাকে তার জন্য। অসাধারণ এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে যাচ্ছেন ২৬ বছরের বার্টেনস।

অন্যদিকে ছেলেদের এককে ফাইনালে উঠেছেন ডোমিনিক থিয়েম। নাদালকে বিদায় করে দেওয়া এই পঞ্চম বাছাই তারকা ৬-৪ ও ৬-২ গেমে হারান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। শিরোপা লড়াইয়ে এই অস্ট্রিয়ান তারকার প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জভেরেভ। র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা জভেরেভ শেষ চারে ৬-৪ ও ৬-১ গেমে হারান কানাডার ডেনিস শাপোভালোভকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads