• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
প্যারিসে ফিরছেন ‘বাছাই’ শারাপোভা

মারিয়া শারাপোভো

ইন্টারনেট

টেনিস

প্যারিসে ফিরছেন ‘বাছাই’ শারাপোভা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

ডোপিং কেলেঙ্কাারিতে জড়িয়ে নিষিদ্ধ হন মারিয়া শারাপোভো। যে কারণে খেলেননি ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনে। ১৫ মাসের নিষেধাজ্ঞা শাস্তি কাটিয়ে ২০১৭ সালের ফরাসি ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে চেয়েছিলেন এই রুশ সুন্দরী। ফিরতে চেয়েছিলেন গ্র্যান্ড স্ল্যাম আসরে। কিন্তু লাল দুর্গের প্রধান নৈতিকতার প্রশ্ন তুলে ফিরিয়ে দেন শারাপোভাকে। শারাপোভাকে খেলার অনুমতি না দেওয়ার অজুহাত হিসেবে টুর্নামেন্টের আয়োজকরা জানিয়ে দেন, সবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শারাপোভাকে তাড়াহুড়ো করে খেলার অনুমতি দেবে না তারা। কোর্টের লড়াইয়ে ফিরে আগে গ্র্যান্ড স্ল্যাম আসরের জন্য নিজেকে প্রস্তুত করুক তিনি। পরে ইনজুরির কারণে খেলতে পারেননি উইম্বলডনেও। তবে মেজর টুর্নামেন্টে ফেরেন ইউএস ওপেন দিয়ে।

অবশেষে ফরাসি ওপেনে ফেরার ইচ্ছা পূরণ হচ্ছে সাবেক নাম্বার ওয়ান শারাপোভার। ৩১ বছরের শারাপোভা প্যারিসে যাচ্ছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। ২৭ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে যাচ্ছেন নিজের সামর্থ্যের প্রমাণ দিতে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলতে যাচ্ছেন ২৮তম বাছাই খেলোয়াড় হিসেবে। সাবেক কোচ টমাস হগস্তেদের সঙ্গে পুনরায় জুটি বাঁধায় সুফল পাচ্ছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই মেগাস্টার। কোর্টের লড়াইয়ে ভালো খেলে যাচ্ছেন শারাপোভা। মাদ্রিদ মাস্টার্সে খেলেন শেষ আটে। আর রোম মাস্টার্সে সিমোনা হালেপের কাছে হেরে যান সেমিফাইনালে। ২০১৫ সালের ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের পর এটিই তার সেরা পারফরম্যান্স। পারফরম্যান্সের ক্রম উন্নতির কারণে র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে শারাপোভার। ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে। নিষিদ্ধ হওয়ার পর ১৭৩তম স্থানে নেমে গিয়েছিলেন তিনি।

জীবনের কঠিন সময় পেরিয়ে প্যারিসে ফিরতে পারছেন। তাই যারপরনাই শিহরিত শারাপোভা বলেন, ‘প্যারিসে অবিশ্বাস্য কিছু সুখস্মৃতি আছে আমার। সেখানকার পরিবেশে অনুশীলন, আসরের প্রথম দিন ও সেন্টার কোর্টে অনুশীলন সবই যে আমার ভালো লাগার বিষয়। ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে ভালোবাসার সম্পর্কটা অটুট রেখে খেলে যাব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads