• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শেষ চারে সেরেনা

সেরেনা উইলিয়ামস

ছবি : ইন্টারনেট

টেনিস

শেষ চারে সেরেনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ফিরে এলেন সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার তিনি উইম্বলডনের শেষ চারে উঠলেন ইতালির ক্যামিলা জর্জিকে হারিয়ে। বৃহস্পতিবার সেমিফাইনালে জার্মানির ইউলিয়া গর্গেসের মুখোমুখি হতে চলেছেন তিনি। সেরেনা জেতেন ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে।

মেয়েদের বাছাই তালিকায় থাকা ১১, ১২ ও ১৩ নম্বর খেলোয়াড় শেষ চারে গেলেন। আর এ দিন ২৫ নম্বর বাছাই সেরেনা ঘুরে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন নয় নম্বর খেতাব জয়ের দৌড়ে তিনি সবচেয়ে বিপজ্জনক। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের ১২ নম্বর লাতভিয়ার ইয়েলেনা অস্তাপেঙ্কো ও জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের। অর্থাৎ শেষ চারের মধ্যে দু’জনই জার্মানির। ১২ নম্বর বাছাই অস্তাপেঙ্কো মঙ্গলবার দোমিনিকা সিবুলকোভাকে ৭-৫, ৬-৪ হারিয়ে সেমিফাইনালে ওঠেন। একাদশ বাছাই কের্বের হারান রাশিয়ার ডারিয়া কাসাতকিনাকে। মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডের মধ্যেই বাছাই তালিকার প্রথম দশের মধ্যে নয়জনই ছিটকে যান। শেষ আটে কেউই ছিলেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads