• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নাদাল-হালেপ চ্যাম্পিয়ন

রাফায়েল নাদাল জিতে নিলেন রজার্স কাপ শিরোপা

ছবি : ইন্টারনেট

টেনিস

নাদাল-হালেপ চ্যাম্পিয়ন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

দুরন্ত ফর্মটা ফাইনালেও বইয়ে নিলেন রাফায়েল নাদাল। জিতে নিলেন রজার্স কাপ শিরোপা। বিশ্বের নাম্বার ওয়ান তারকার ক্যারিয়ারে এটি চতুর্থ কানাডিয়ান ওপেন ট্রফি। অন্যদিকে মেয়েদের এককে শিরোপা জয়ের উন্মাদনায় মেতেছেন সিমোনা হালেপ।

অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম, সার্বিয়ার নোভাক জোকোভিচ, জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে ফাইনালে পৌঁছে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন স্তেফানোস সিতসিপাস। চমকটা ধরে রাখতে চেয়েছিলেন শিরোপা নির্ধারণী ম্যাচেও। দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ সুপারস্টার নাদালের দৃঢ়তায় গ্রিসের এই অবাছাই খেলোয়াড়ের সেই স্বপ্নটা পূরণ হয়নি। টরন্টোর ফাইনালে শীর্ষবাছাই নাদালের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি। এথেন্সের ২০ বছরের উদীয়মান তারকা সিতসিপাসকে ৬-২ গেমে হারিয়ে প্রথম সেটে এগিয়ে যান ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। জন্মদিনের শুভক্ষণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন গ্রিক প্রতিপক্ষ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। পুরো টুর্নামেন্টে দ্যুতি ছড়িয়ে ফাইনালে এসে স্বপ্নের আলোটা নিভে গেল তার। যে কারণে ৬-৭ গেমে সেটটি টাই করে লাভ হয়নি সিতসিপাসের। টাইব্রেকারে ৭-৪ গেমে জিতে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসে যান ৩২ বছরের নাদাল।

মন্ট্রিলে মেয়েদের এককের ফাইনালে সিমোনা হালেপ কুপোকাত করেছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সকে। তবে শিরোপা জয়ের রোমাঞ্চকর অভিযাত্রাটা মোটেই সহজ হয়নি রোমানিয়ান তারকার জন্য। গত জুনে হওয়া ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পুনর্মঞ্চায়ন করতে রীতিমতো প্রচুর ঘাম ঝরাতে হয়েছে বিশ্বের নাম্বার ওয়ান এ নারী তারকাকে। শীর্ষবাছাই হালেপ প্রথম সেটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হন। তবে সেটটি টাই করেন ৭-৬ গেমে। টাইব্রেকারে ৮-৬ গেমে জিতে ম্যাচে লিড পেয়ে যান হালেপ। দ্বিতীয় সেটে ৩-৬ গেমে জিতে ম্যাচে সমতায় ফেরেন স্টিফেন্স। তবে তৃতীয় সেটে আর পেরে ওঠেননি মার্কিন তারকা। ৬-৪ গেমে শেষ সেট জিতে হালেপ মাথার ওপর উঁচিয়ে ধরেন ক্যারিয়ারের দ্বিতীয় রজার্স কাপ ট্রফি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads