• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
ফেদেরার-শারাপোভা দ্বিতীয় রাউন্ডে

দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন মারিয়া শারাপোভা

ছবি : ইন্টারনেট

টেনিস

ফেদেরার-শারাপোভা দ্বিতীয় রাউন্ডে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৮

চলমান গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনে কোর্টের লড়াইয়ের পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় তাপমাত্রা। তীব্র গরম সহ্য করতে পারছেন না অনেকেই। তাই খেলার মাঝপথেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন এ পর্যন্ত ৫ জন। এমন পরিস্থিতিতে প্রথম রাউন্ডে লড়াই করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকি।

২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সুইজারল্যান্ডের রজার ফেদেরার হারিয়েছেন জাপানের ইউশিহিতো নিশিওকাকে। ফেদেরার ৬-২, ৬-২ ও ৬-৪ সেটে সহজেই জয় পেয়েছেন। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচও জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। ১৪তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা জোকোভিচ হারিয়েছেন হাঙ্গেরির মারটন ফুসকোভিকসকে। জোকোভিচ কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছেন ৬-৩, ৩-৬, ৬-৪ ও ৬-০ সেটে। পুরুষ এককে আরো জিতেছেন জেভেরভ, গফিন, ফগনিনি, কিরগিয়স, মিনাউর, হারবার্ট, পাইরে, মনফিলস, তিয়াফো ও বাঘদাতিস।

মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। স্বদেশী স্যাম স্টোসুরকে সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভাও সরাসরি ৬-১ ও ৬-৪ সেটে হারিয়েছেন বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারকে। রুশ তারকা শারাপোভা ৬-২ ও ৭-৬ সেটে সিনিডারকে পরাজিত করেন। মেয়েদের বিভাগে আরো জিতেছেন গার্সিয়া, সিতোলিনা, কেইস, নাভারো ও কাসাথকিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads