• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শিরোপা প্লিসকোভার

শিরোপা হাতে ক্যারোলিনা প্লিসকোভা

ছবি : ইন্টারনেট

টেনিস

শিরোপা প্লিসকোভার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

বিদেশের মাটিতে জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ওপেন ট্রফি। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের সমর্থকদের মধ্যে হারিয়েই গিয়েছিলেন নাওমি ওসাকার হাতেগোনা ভক্তরা। তাই অসাধারণ এ কীর্তির আনন্দটা স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়ার তেমন কোনো সুযোগই পাননি জাপানি এ টেনিস তারকা। ইউএস ওপেন জেতার পর প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে উঠে কোর্টেই দেশি দর্শকদের সঙ্গে শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলেন ওসাকা। কিন্তু ক্লান্তি আর ক্যারোলিনা প্লিসকোভার কাছে আশ্চর্যজনকভাবে ধরাশায়ী হওয়ায় স্বপ্নটাই তার ভেঙে যায়।

নিউইয়র্কের পর টোকিওতে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠে যান ওসাকা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তার ভাগ্যটা আর সহায় হলো না। টানা টুর্নামেন্ট খেলায় পরিশ্রান্ত ওসাকা আর পেরে ওঠেননি। উপহার দিতে পারেননি নিজের সেরা পারফরম্যান্স। টুর্নামেন্টের চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে সরাসরি ৬-৪ ও ৬-৪ গেমে অসহায় আত্মসমর্পণ করেন তৃতীয় বাছাই ২০ বছরের এ তরুণী। সাবেক নাম্বার ওয়ান প্লিসকোভার কাছে ওসাকার টানা দশ ম্যাচ জয়ের রেকর্ডটা ভেঙে যায় মাত্র ৬৩ মিনিটেই। ম্যাচ শেষে ওসাকা স্বীকার করে নিলেন নিজের ক্লান্তির কথা, ‘আমার জীবনে এতটা ক্লান্ত আমি আর কখনোই হইনি।’ তাই বিশ্রাম নিতে টেনিস কোর্টের সঙ্গে সম্পর্কটা কিছু দিনের জন্য তুলে রাখার পরিকল্পনা এঁটেছেন ওসাকা।

ক্যারিয়ারের ১১তম শিরোপাজয়ী ২৬ বছরের প্লিসকোভা ক্লান্ত ওসাকার উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন সামনে, ‘নাওমি সম্ভবত খানিকটা পরিশ্রান্ত ছিল। আপনারা হয়তো সেটা খেয়াল করেছেন। তবে তার ভবিষ্যৎ চকচকে। অবিশ্বাস্য কয়েকটি সপ্তাহ কাটানোয় অভিনন্দন জানাই তাকে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads