• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফেদেরারের ৯৯-এর হাতছানি

রজার ফেদেরার

সংগৃহীত ছবি

টেনিস

ফেদেরারের ৯৯-এর হাতছানি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

দুর্দান্ত পারফরম্যান্সে সুইস ইনডোরসের ফাইনালে পৌঁছে গেছেন রজার ফেদেরার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই সুইস মহাতারকা ১৪ বারের মতো স্বদেশী এ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখালেন। তার আগে সেমিফাইনালের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্সে ৬-১ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে। র্যাঙ্কিংয়ের ২০তম খেলোয়াড় ২০ বছরের মেদভেদেভের বিপক্ষে চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিতলেন ফেদেরার। ঘরের মাটিতে হতে যাওয়া ফাইনালে জিতলে এটি হবে ফেদেরারের ক্যারিয়ারের ৯৯তম শিরোপা।

শেষ চারে ম্যাচ শেষ করতে ফেদেরারের সময় লেগেছে মাত্র ৬৪ মিনিট। শেষদিকে একটি ব্রেক পয়েন্ট নিজের করে নিতেই ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় বিশ্বের তৃতীয় সেরা এই টেনিস তারকার। ফাইনালে ৩৭ বছরের এই টেনিস কিংবদন্তি লড়বেন র্যাঙ্কিংয়ের ৯৩তম খেলোয়াড় মারিয়াস কোপিলের বিপক্ষে। ফেদেরারের এ রোমানিয়ান প্রতিপক্ষ ফাইনালে উঠেছেন ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৪ গেমে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে। ২৮ বছরের কোপিল জয়ের জন্য মারেন ২৬টি এস সার্ভিস। সুবাদে ক্যারিয়ার েদ্বিতীয়বারের মতো এটিপি ফাইনালে পৌঁছে যান তিনি।

স্থানীয় টেনিস নায়ক ফেদেরার প্রথমবারের মতো বাসেলের  ফাইনালে ওঠেন ২০০০ সালে। তবে প্রথম শিরোপা ছিনিয়ে নেন ২০০৬ সালে। এবার শিরোপা জিতলে চলতি বছর চারটি শিরোপা ঘরে তুলবেন সুইজারল্যান্ডের এই মেগাস্টার। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি। যার মাধ্যমে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের মাইলফলক স্পর্শ করেন ফেদেরার।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ভিয়েনার এরস্টে ব্যাংক ওপেনে কেভিন অ্যান্ডারসনের মোকাবেলা করবেন কেই নিশিকোরি। শেষ চার েপঞ্চম বাছাই জাপানের নিশিকোরি ৬-৪ ও ৬-৩ গেমে হারান মিখাইল কুকুশকিনকে। আর র্যাঙ্কিংয়ের অষ্টম সেরা দক্ষিণ আফ্রিকান অ্যান্ডারসন ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে কুপোকাত করেন স্পেনের ভারদাসকোকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads