• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জয়ে শুরু জোকোভিচের

নোভাক জোকোভিচ

ছবি : ইন্টারনেট

টেনিস

জয়ে শুরু জোকোভিচের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

এটিপি ট্যুর ফাইনালস জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট নোভাক জোকোভিচ। কিন্তু কেন? র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা বলেই কি সার্বিয়ান তারকাকে এগিয়ে রাখছেন সবাই। না, ব্যাপারটা তেমন নয়। কোর্টের ‘যুদ্ধে’ জোকোভিচ তার প্রমাণ দিলেন দুরন্ত পারফরম্যান্সের পসরা সাজিয়ে। আগুনে ফর্মে আধিপত্য বজায় রেখে জন ইসনারের বিপক্ষে গ্রুপ পর্বে নিজের উদ্বোধনী ম্যাচ ৩১ বছরের এ সুপারস্টার জিতে নিলেন সরাসরি সেটে- ৬-৪ ও ৬-৩ গেমে। যে ধ্বংসাত্মক ফর্ম নিয়ে কোর্টের লড়াইয়ে নেমেছেন জোকোভিচ। তাতে করে মার্কিন প্রতিপক্ষ ইসনারের বড় সার্ভ সামাল দিয়েছেন খুব সহজেই। বিশ্বের দশম সেরা ইসনার এবারই প্রথম মৌসুমের শেষ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। পারফরম্যান্সে মন্দা চলছে এখন রজার ফেদেরারের। সুইস মহাতারকা নিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে ধরাশায়ী হয়েছেন জাপানের কেই নিশিকোরির কাছে। বিশ্বের দ্বিতীয় সেরা রাফায়েল নাদাল নেই টুর্নামেন্টে। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্প্যানিশ এ মেগাস্টার। দুর্দান্ত পারফরম্যান্সের পর টেনিসপ্রেমীদের ধারণা, টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা জয়ের পথ এখন অনেকটাই পরিষ্কার জোকোভিচের জন্য। গুস্তাভো কুয়ের্তেন গ্রুপে দিনের অন্য ম্যাচে আলেকজান্ডার জভেরেভ সরাসরি সেটে হারান মারিন চিলিচকে। ক্রোয়েশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জার্মান তারকা জভেরেভ জেতেন ৭-৬ (৭-৫) ও ৭-৬ (৭-১) গেমে। ইন্টারনেট

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads