• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সেমিফাইনালে ফেদেরার

ফেদেরার

ছবি : ইন্টারনেট

টেনিস

সেমিফাইনালে ফেদেরার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

সবার আগে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। এবার এটিপি ফাইনালসের শেষ চারে পৌঁছে গেছেন রজার ফেদেরার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেভিন অ্যান্ডারসনকে ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে নক-আউট পর্বে উঠে যান সুইস তারকা। এ নিয়ে ১৫ বারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন আসরের ষষ্ঠবারের চ্যাম্পিয়ন ফেদেরার। তবে সেমিতে ফেদেরার-জোকোভিচের ম্যাচ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। অঘটন ঘটলেই কেবল তা হতে পারে।

শেষ চারে পৌঁছতে পেতে যার-পর-নাই উচ্ছ্বসিত ক্যারিয়ারে ৯৯ ট্রফি জয়ী ফেদেরার। তবে সেঞ্চুরি নিয়ে এখনই ভাবছেন না এ মেগাস্টার, ‘খুবই খুশি আমি। ব্যক্তিগতভাবে সেঞ্চুরি নিয়ে এখনই চিন্তা করছি না। মাথায় বিষয়টি ঢুকতে দেয়নি। যেটা আমাকে পাগল করে দিতে পারে। কারণ এটা নিয়ে আমার আলোড়িত হওয়াটাই স্বাভাবিক। তবে বাড়তি চাপ নেওয়ার কিছু নেই।’ 

দুর্দান্ত এ জয় দিয়ে নিজ গ্রুপে শীর্ষে থেকেই সেমিফাইনালে পা রাখলেন ২০ মেজর ট্রফির মালিক ফেদেরার। সুবাদে লন্ডনে শেষ চারের ম্যাচে বিশ্বের নম্বর ওয়ান নোভাক জোকোভিচকে তার এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও জোরালো হলো।

সেঞ্চুরি পূর্ণ করার মিশনের শুরুতে অবশ্য পারফরম্যান্সে মন্দা দেখা দিয়েছিল ৩৭ বছরের এ টেনিস মহাতারকার। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বছর শেষের এ টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখেন। টানা দুই ম্যাচ জেতার সুবাদে ফাইনালে ওঠার লড়াইয়ে পৌঁছে গেছেন সাবেক এ নম্বর ওয়ান তারকা। ফেদেরারের কাছে হারলেও আগের দুই ম্যাচ জিতে গ্রুপ রানার-আপ হয়ে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় অ্যান্ডারসনও উঠে গেছেন সেমিফাইনালে।

সেমিফাইনালে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। মারিন চিলিচকে কাল রাতে হারিয়ে থাকলে সার্বিয়ান তারকাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবেন সেমিফাইনালে। শেষ চারের বাকি জায়গাটি দখলের জন্য লড়াই চলছে আলেকজান্ডার জভেরেভ, জন ইসনার ও চিলিচের মধ্যে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads