• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সেরেনা তৃতীয় রাউন্ডে

বাউচার্ডের বিপক্ষে ব্যাকহ্যান্ড শট সেরেনার

ছবি : ইন্টারনেট

টেনিস

সেরেনা তৃতীয় রাউন্ডে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৩টি গ্র্যান্ডস্লাম শিরোপাজয়ী সেরেনা সরাসরি ৬-২ ও ৬-২ সেটে কানাডার তারকা ইউজিন বাউচার্ডকে পরাজিত করেন।

বলা যায়, সন্তানের মা হওয়ার পর এবারই সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন এই মার্কিন কৃষ্ণকলি। ম্যাচের কোনো সেটে সেরেনার কাছে পাত্তাই পাননি কানাডার সবচেয়ে দামি মহিলা খেলোয়াড় বাউচার্ড। শীর্ষ বাছাই রুমানিয়ার সিমেনা হালেপ ৬-৩, ৫-৭ ও ৬-৪  সেটে মার্কিন যুক্তরাষ্ট্রের এস কেনিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন। এ ছাড়া মহিলা এককে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস ৬-৩, ৪-৬ ও ৬-০ সেটে করনেটকে পারজিত করেন। চতুর্থ বাছাই জাপানের ওসাকা সরাসরি ৬-২ ও ৬-৪ সেটে জিদানসেককে পরাস্ত করেন। চীনের ঝাং শুই ৬-৩ ও ৭-৫ সেটে  চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভাকে হারিয়ে দেন। সুইজারল্যান্ডের বাকসিনস্কি ৬-২ ও ৭-৫ সেটে রাশিয়ার ভিকলিয়ানতিসিভাকে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছেন। আরো জিতেছেন যুক্তরাষ্ট্রের কেইস, রুমনিয়ার মারটেন্স, ইতালির জর্জি, চেক প্রজাতন্ত্রের ক্যারোরিনা প্লিসকোভা। পুরুষ বিভাগে জিতেছেন জাপানের নিশিকোরি। তিনি ৬-৩, ৮-৬, ৫-৭, ৫-৭ ও ৯-৭ সেটে ক্রোয়েশিয়ার কারলোভিককে পরাজিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads