• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সেরেনা চতুর্থ রাউন্ডে

প্রতিপক্ষ ইয়াসট্রিমস্কাকে সান্ত্বনা দিচ্ছেন সেরেনা

ছবি : ইন্টারনেট

টেনিস

সেরেনা চতুর্থ রাউন্ডে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

বছরের প্রথম গ্রান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা লাভের দিকে এগিয়ে যাচ্ছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়াসন। ইউক্রেনের ইয়াসট্রিমস্কার বিপক্ষে সরাসরি ৬-২ ও ৬-১ সেটের জয় পেয়ে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ২৩টি গ্রান্ড স্লাম শিরোপা জেতা সেরেনা।

তাইওয়ানের সু-উইকে ২-১ সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন বর্তমান ইউএস ওপেন টেনিসের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। ভেনাসকে  ৬-২ ও ৬-৩ সেটে হারিয়ে শীর্ষবাছাই রুমানিয়ার সিমোনা হালেপও উঠেছেন শেষষোলতে। নারী বিভাগে আরো জয় পেয়েছেন গার্বিন মুগুরুজা, এলিনা সিতোলিনা, কেইস ও সিভাসতোভা।

এদিকে, সরাসরি জয় পেয়ে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিলেন ২৭তম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। শক্তি বিচারে ম্যাচ জয়ের ক্ষেত্রে বেশ এগিয়ে ছিলেন নাদাল। ম্যাচ শুরুর প্রথম রাউন্ডে সেটি প্রমাণও করেন তিনি। ৬-১, ৬-২ ও ৬-৪ সেটে জয় পান নাদাল। সমাপ্তি ঘটে ২ ঘণ্টা ২২ মিনিটের লড়াই।

নাদালের মতো সহজ জয়ে চতুর্থ রাউন্ডে নাম লিখিয়েছেন ফেদেরার। অবাছাই যুক্তরাষ্ট্রের টেইলর হ্যারি ফ্রিৎকে ৬-২, ৭-৫ ও ৬-২ সেটে হারিয়ে দেন ফেদেরার। সহজে জিতলেও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নন ফেদেরার।

তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পেয়ছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। কানাডার ডেনিস শাপোভালোভকে ৩-১ সেটে হারিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ। ৬-৩, ৬-৪, ৪-৬ ও ৬-০ সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন ১৪টি গ্রান্ডস্লামের মালিক জোকোভিচ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads