• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মুখোমুখি নাদাল ফেদেরার

নাদাল ও ফেদেরার

ছবি : ইন্টারনেট

টেনিস

মুখোমুখি নাদাল ফেদেরার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

২০১৭ সালের পর আবারো টেনিস কোর্টে মুখোমুখি হচ্ছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে পুরুষ এককের সেমিফাইনালে লড়বেন তারা। ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে জয় তুলে নিয়ে সেমির টিকেট পান নাদাল-ফেদেরার। আজ রোববার তারা সেমিতে লড়বেন পরস্পরের বিপক্ষে।

হাঁটুর ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে ১২তম বাছাই রাশিয়ার কারেন কাচানোভার মুখোমুখি হন নাদাল। ম্যাচ চলাকালীন আরো বেশি ব্যথা অনুভব করেন তিনি। তারপরও হাল ছাড়েননি তিনি। তবে ম্যাচটি জিততে বেশ বেগ পেতে হয়েছে নাদালকে। সরাসরি সেটে জিতলেও টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি করেন নাদাল ৭-৬ (৭/২) ও ৭-৬ (৭/২) গেমে। সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ ফেদেরার। ম্যাচটি খেলার জন্য উন্মুখ হয়ে আছেন নাদাল। ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল বলেন, ‘এই ম্যাচটি খেলার জন্য আমি মুখিয়ে আছি। নিজেকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব আমি। নিজের সেরাটা দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে।’ ২০১৭ সালের অক্টোবরে সাংহাই মাস্টার্সের ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিলেন নাদাল ও ফেদেরার। সরাসরি সেটে নাদালকে হারিয়েছিলেন ফেদেরার। সবশেষ পাঁচ দেখায় নাদালের বিপক্ষে সবকটিতেই জয় পেয়েছেন ফেদেরার। তবে ফেদেরারের বিপক্ষে লড়াইয়ে এগিয়ে নাদালই। ২৩ জয় নাদালের, ১৫ জয় ফেদেরারের।

নাদালের মতো কষ্ট করে কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে হয়নি ফেদেরারকে। অবাছাই পোল্যান্ডের হার্বাট হুরকাসেজকে ৬-৪, ৬-৪ গেমে হারান তিনি। সেমিতে নাদালকে বড় প্রতিপক্ষ মানছেন ফেদেরার। তিনি বলেন, ‘নাদালের বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। এই ম্যাচটিও বেশ উত্তেজনাপূর্ণ হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads