• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

টেনিস

শিরোপা জিতে সেরা দশে অ্যাশলে বার্টি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

মিয়ামি ওপেন জিতলেই র্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার কথা ছিল সিমোনা হালেপের। যদিও রোমানিয়ান মহিলা তারকা হালেপ শেষ চার থেকে বিদায় নেওয়ায় সুযোগটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার আরেক তরুণী।

মিয়ামিতে জিতে ক্যারিয়ার সেরা অর্জন করেছেন অ্যাশলে বার্টি। ফাইনালে সাবেক এক নম্বর চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে জিতেছেন মিয়ামি ওপেনের শিরোপা।

পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম সিঙ্গেলস শিরোপা ঘরে তুলেছেন ২২ বছর বয়সী বার্টি। মহিলা এককের ফাইনালের প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও দুই সেটে জিতে নেন ৭-৬ (৭-১) ও ৬-৩ গেমে। এই জয়ের ফলে শুধু শিরোপাই নয়, র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি। ২০১৩ সালে সামান্থা স্টোসুরের পর কোনো অস্ট্রেলিয়ান এমন কীর্তি করে দেখালেন।

অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা বার্টি জানালেন তার সাফল্যের পেছনের রহস্যের কথা, ‘আমি শারীরিক দিকটি নজর দেওয়ার চেষ্টা করেছি। বল যতটুকু সম্ভব আয়ত্তে রাখার চেষ্টা করেছি।’ অপরদিকে প্রতিপক্ষ প্লিসকোভা জানালেন ক্লান্তিই ভুগিয়েছে তাকে ফাইনালে, ‘আমি ক্লান্ত ছিলাম অনেক। তবে অ্যাশলে ফাইনাল ম্যাচে দারুণ খেলেছে।’

এদিকে গতকাল রোববার রাতেই পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা সুইস তারকা রজার ফেদেরার ও বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারের মধ্যে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads