• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
স্পেনকে বাঁচাতে এগিয়ে আসলেন রাফায়েল নাদাল

ছবি : সংগৃহীত

টেনিস

স্পেনকে বাঁচাতে এগিয়ে আসলেন রাফায়েল নাদাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মৃতের সংখ্যাও। আর প্রাণঘাতী করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্পেনেও। ইউরোপের এই দেশটিতে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৯ জন।

এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের তারকারা। মহামারী করোনা প্রতিরোধে তহবিল গঠন করছেন আবার কেউ কেউ অনুদান দিচ্ছেন। এবার সেই ধারাবাহিকতায় স্পেনের ক্রীড়াবিদদের একজোট করার সিদ্ধান্ত নিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল ও তার বন্ধু বাস্কেটবল তারকা পাউ গ্যাসল।

তারা দুজন মিলে ঠিক করেছেন স্পেনের ১৩ লাখ ৪০ হাজার মানুষের জন্য প্রায় ১০৪ কোটি টাকার একটি ত্রাণ তহবিল গঠন করবেন।

এ তহবিল গঠনের ঘোষণা দিয়ে নাদাল বলেছেন, ‘এবার সময় এসেছে ক্রীড়াবিদদের দেশের মানুষের পাশে দাঁড়ানোর। দেশের মানুষের সমর্থন এবং সহযোগিতা আমরা সবসময় পেয়ে এসেছি এবং এখনই সময় দেশের বিপদে ক্রীড়াবিদদের একজোট হওয়ার।’

তিনি জানান, এই মহৎ উদ্যোগে তারা মূলত রেড ক্রসের সঙ্গে যুক্ত হচ্ছে। নাদাল বলেন, ‘রেড ক্রসের সঙ্গে যুক্ত হয়ে আমরা উদ্যোগী হয়েছি দেশের চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য ত্রাণতহবিল গড়ে তোলার। স্পেনের ক্রীড়াজগতের সবাইকে এই উদ্যোগে শামিল হতে অনুরোধ করছি।’

প্রায় একই বার্তা দিয়ে এনবিএ’র বাস্কেটবল তারকা পাউ গ্যাসল বলেছেন, ‘স্পেনের ক্রীড়াবিদরা সবসময় চেষ্টা করেছে দেশকে গর্বিত করতে। এবার আমরা এর চেয়েও বেশি কিছু করতে চাই। আমাদের লক্ষ্য ১১ মিলিয়ন ইউরো জমা করা, যাতে অন্তত ১৩ লাখ মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি এবং রাফা এরইমধ্যে এতে অংশ নিয়ে। আশা করব স্পেনের ক্রীড়াজগতের সবাই এগিয়ে আসবে।’

উল্লেখ্য, স্পেনে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। আর মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ১৩৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads