• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইতালিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

সংগৃহীত ছবি

টেনিস

ইতালিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২০

ইতালিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে নরওয়ের কাসপের রুদকে ২-০ সেটে হারিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।  

শিরোপার লড়াই রাত নয়টায়। রোমে প্রথম সেটে কিছুটা লড়াইয়ের আভাস দেন রেংকিয়ের ৩৪তম স্থানে থাকা কাসপের রুদ। দারুণ খেলেও নোভাকের কাছে সেট হারেন ৭-৫ গেমে।

দ্বিতীয় সেট সহজেই জিতে নেন সার্বিয়ান তারকা। ৬-৩ গেমে সেট জিতে ফাইনালে পা রাখেন জোকোভিচ। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ কোয়ার্টারে রাফায়েল নাদালকে হারানো আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমান।

ফাইনাল জিতলে এটিপি মাস্টার্সে রেকর্ড ৩৬তম শিরোপা জিতবেন জোকোভিচ। শুরু থেকে টুর্নামেন্ট দর্শকশূন্য স্টেডিয়ামে হয়ে আসছিল। তবে এই ম্যাচে গ্যালারিতে বসার অনুমতি পেয়েছিলেন এক হাজার দর্শক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads