• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বাণিজ্য

বাড়লো স্বর্ণের দাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৮

 

ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম। গত বুধবার পণ্যটির দাম বেড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়।

 

ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটির দাম টনপ্রতি ২ দশমিক ১০ ডলার বেড়ে ১ হাজার ৩৩৯ দশমিক ২০ ডলারে লেনদেন হয়। চলতি মাসে এ পর্যন্ত স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

 

ইনসাইনিয়া কনসালট্যান্টসের বাজার বিশেষজ্ঞ চিন্তন কর্নানি বলেন, বর্তমানে মার্কিন ডলারের দুর্বল অবস্থানে স্বর্ণের দাম বাড়ছে। তিনি বলেন, চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের চেয়ে বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে দেশটিতে স্বর্ণের চাহিদা আরো বাড়তে পারে।

 

তিনি আরো বলেন, নববর্ষ উপলক্ষে চীনে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হবে বলে আমি মনে করি। আগামী মাসের মাঝামাঝিতে দেশটিতে নববর্ষ উদযাপন হবে। সাধারণত এ সময়ে চীনে স্বর্ণের চাহিদা বাড়ে।

 

এদিকে মার্চে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ দশমিক ১৬৬ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম ২ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১০৯ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়। এপ্রিলে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads