• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
করসেবা সহজ করতে এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ

ভ্যাট সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে এলটিইউ

ছবি সংরক্ষিত

বাণিজ্য

করসেবা সহজ করতে এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ

  • বাসস
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।  এ অ্যাপ চালু করায় করদাতারা যে কোনো জায়গায় বসে দ্রুত ও সহজে সেবা গ্রহণ করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোনো কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মত মোবাইল অ্যাপ চালু করল।  এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপলিকেশন এখন অ্যান্ড্রুয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে।  শিগগিরই এটি আইফোনে চালু হবে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, এই অ্যাপটি চালু হওয়ায় দেশের যে কোনো নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে সহজে বিস্তারিত জানতে পারবেন।  ব্যস্ত সময়ে যে কোনো স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে।

করবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

তিনি জানান, সম্প্রতি অ্যাপটি চালু করা হয়েছে।  তবে এখন কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে।

মতিউর রহমান বলেন, নিরাপত্তাজনিত কারণে আইফোনে এখনও অ্যাপটি চালু করা সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই চালু করা যাবে বলে আশা করছি।

মোবাইল অ্যাপসে-ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।  যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোন ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই এ্যাপস ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোন ধরনের মতামত জানাতে পারবে।

মতিউর রহমান বলেন, এলটিইউ ভ্যাটের সব কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি সংরক্ষণ রয়েছে। তাই যে কোনো নাগরিক বা করদাতা এলটিইউর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন। এ্যাপসের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ী রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।

অ্যাপটির উল্লেখযোগ্য সুবিধা হল- বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) সংক্রান্ত সব তথ্য উন্মূক্ত করা আছে, যা যে কোন ব্যক্তির এডিআরে যোগাযোগ করার ক্ষেত্রে সহায়ক হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads