• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বাণিজ্য

বাংলাদেশে বাণিজ্যিক মিশনে এসবিএফ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) আগামী শুক্রবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছে। তারা ব্যবসায়িক পরিবেশ ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখবে।

মিশনটি যৌথভাবে আয়োজন করেছে এসবিএফ, সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এসআইসিসিআই) ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচেম্ব)। 

এসবিএফ চেয়ারম্যান তেও সিয়ং সেং মিশনের নেতৃত্ব দিচ্ছেন। এতে আরো রয়েছেন বিডিচেম্বের সভাপতি মোহা. শহিদুজ্জামান, এসআইসিসিআইয়ের ভাইস-চেয়ারম্যান প্রসুন মুখার্জিসহ ২৪টি কোম্পানি ও দুটি সরকারি সংস্থার ৩৬ জন সিনিয়র ব্যবস্থাপনা নির্বাহী।

অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, নির্মাণ, সাধারণ ব্যবসা ও পেশাগত পরিষেবা প্রতিষ্ঠান রয়েছে।

আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিবিএস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডিজে ব্যাংক অব জার্মানি। আর্ধেকের বেশি প্রতিনিধি প্রথমবারের মতো বাংলাদেশে এ ধরনের সুযোগ-সুবিধা খতিয়ে দেখছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতি। গত তিন বছর ধরে দেশটি অব্যাহতভাবে ৬ থেকে ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করছে।

বাংলাদেশের ১৬ কোটি মানুষের অর্ধেকের বয়স ২৫ বছরের কম। বিশ্বব্যাংকের তথ্য মতে, বাংলাদেশ বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতি। ২০৪১ সাল নাগাদ এদেশ ২৩তম স্থানে উন্নীত হবে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে গত বছরের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪.৩ বিলিয়ন ডলার।

সিঙ্গাপুরের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে জ্বালানি তেল, অটোমটিভ ডিজেল ফুয়েল, মূল্যবান ধাতুর অলঙ্কার। আর বাংলাদেশের প্রায় ১৫০টি প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক কাজ করছে।

তেও বলেন, আর্থিক পরিষেবা, বিদ্যুৎ, অবকাঠামো ও বাণিজ্যিক খাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও ব্যাপক আগ্রহ রয়েছে।

প্রতিনিধি দলটি বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, এক কে খান গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, পিএইচপি ফ্যামিলি গ্রুপ ও জিপিএইচ গ্রুপের মতো সরকারি সংস্থা ও প্রখ্যাত ব্যবসায়িক গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করবে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads