• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিসিসিআইসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে সিঙ্গাপুরের ২৫ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল

ছবি সংগৃহীত

বাণিজ্য

শিক্ষা স্বাস্থ্য ও আইটিতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

  • বাসস
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরা। একই সয়ম তারা উচ্চ, মধ্যম ও নিম্নপর্যায়ে ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (সিসিসিআই) অন্যান্য ব্যবসায়ী নেতা ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানায় সফররত সিঙ্গাপুরের ২৫ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল।

সিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) চেয়ারম্যান টিও সিয়ং সেং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, তুরস্কের অনারারি কনসাল সালাহউদ্দীন কাসেম খান ও উইমেন চেম্বারের সহসভাপতি মুনাল মাহবুব বক্তব্য দেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ বন্দর সম্প্রসারণ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) চেয়ারম্যান টিও সিয়ং সেং বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, আইটি খাতে সিঙ্গাপুর বিনিয়োগে আগ্রহী। উচ্চ, মধ্যম ও নিম্নপর্যায়ে ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করবে সিঙ্গাপুর। এছাড়া ব্লু ইকোনমি, পাওয়ার, অবকাঠামো উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন ও বাণিজ্য সম্প্রসারণে সিঙ্গাপুর কাজ করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগের প্রয়োজনে আগামীতে সহযোগিতা করবে। আর্থিক খাতে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের অংশ হিসেবে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ পরিকল্পনা রয়েছে সিঙ্গাপুরের। বন্দরের কারণে চট্টগ্রাম বিনিয়োগের উপযুক্ত স্থান বলেও উল্লেখ করেন টিও সিয়ং সেং।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসাবান্ধব আইন প্রণয়ন করেছে। তিনি ওয়ান স্টপ সার্ভিস প্রদানসহ যাবতীয় সুযোগ-সুবিধা, বাংলাদেশ তথা চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের চলমান এবং ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামকে স্মার্টসিটি হিসেবে গড়ে তোলা, চট্টগ্রাম, মোংলা, পায়রাবন্দরের উন্নয়ন এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ সহায়তা ও বিনিয়োগ প্রত্যাশা করেন। তিনি চিকিৎসা প্রার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য চট্টগ্রামে সিঙ্গাপুরের ভিসা সেন্টার ও বিভিন্ন হাসপাতালের বুথ স্থাপনের অনুরোধ জানান।

মাহবুবুল আলম যোগাযোগের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-সিঙ্গাপুর বিমান চলাচল চালু করা, সরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন এবং এক্ষেত্রে সিঙ্গাপুরের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে সিঙ্গাপুরের মাধ্যমে অন্যান্য দেশে বাংলাদেশি পণ্য রফতানি করতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads