• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চামড়ার দাম: গরু ৪৫, খাসি ১৮ টাকা প্রতি বর্গফুট

রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হবে

ছবি: সংগৃহীত

বাণিজ্য

কোরবানি পশুর চামড়ার দাম

গরু ৪৫, খাসি ১৮ টাকা প্রতি বর্গফুট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর দাম নির্ধারণ করেছে সরকার। রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকায় আর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম হবে ৩৫-৪০ টাকায়।  এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ১৮-২০ টাকা, বকরির চামড়া দাম প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা সংগ্রহ করতে পারবেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  পরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে একান্তে বৈঠক করে এবারের ঈদে চামড়ার দাম ঘোষণা করেন তিনি।

গতবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন ট্যানারি ব্যবসায়ীরা  এছাড়া ঢাকার বাইরে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দেশের খামারগুলোতে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি ১৬ লাখ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads