• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

বাণিজ্য

দেশি সুপারব্র্যান্ডের নাম ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে গত শনিবার ২০১৮-২০ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডের বিশেষ বই প্রকাশ করা হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিআইডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিভিন্ন ইন্ডাস্ট্রির ২৯ ব্র্যান্ডের সঙ্গে বাংলাদেশ অ্যাপারেল সেক্টরকে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি দেওয়া হয়।

সুপারব্র্যান্ডস একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান, যা বিশ্বের ৮৮ দেশে পরিচালিত হচ্ছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পরবর্তী ধাপে পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্লোবাল সুপারব্র্যান্ডের অংশ হওয়া এবং বাংলাদেশি সুপারব্র্যান্ডের স্বীকৃতি পাওয়া আমাদের অর্থনৈতিক যাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।’

২০১৮-২২০ সালের বাংলাদেশের সুপারব্র্যান্ডগুলো হচ্ছে-

আবুল খায়ের স্টিল, এসিআই অ্যারোসল, এসিআই সল্ট, বাংলাদেশ অ্যাপারেল সেক্টর, বসুন্ধরা এলপি গ্যাস, বসুন্ধরা পেপার মিলস, বাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, চ্যানেল আই, ডিবিএল গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, এলিট পেইন্ট, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, এপিলিয়ন গ্রুপ, গ্রামীণফোন, আইপিডিসি ফিন্যান্স, মেটাডোর গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্যারাশুট অ্যাডভান্সড, প্রাইড, রেডিও টুডে ৮৯.৬ এফএম, রূপচাঁদা, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস, স্বপ্ন, সিঙ্গার বাংলাদেশ, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার ও দি ডেইলি স্টার। বিজ্ঞপ্তি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads