• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বাণিজ্যমেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল ফিতা কেটে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করেন

ছবি : বাংলাদেশের খবর

বাণিজ্য

বাণিজ্যমেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার বেলা ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্যমেলা উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে মেলার উদ্বোধনের ঘোষণা দেন রাষ্ট্রপতি। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান গেটে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন তিনি।

মাসব্যাপী এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব (উপসচিব) মোহাম্মদ আব্দুর রউফ সাংবাদিকদের জানান, ইতোমধ্যে মেলার প্রস্তুতি শেষ হয়েছে। মেলায় কোনও সাপ্তাহিক ছুটি থাকবে না। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে ৩০ ও ২০ টাকা।

উল্লেখ্য, প্রতি বছর ১ জানুয়ারি মেলা শুরু হলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করলেও একই কারণে (জাতীয় সংসদ নির্বাচন) এ বছর এ মেলা উদ্বোধন করছেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads