• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সবজি মেলা শুরু হচ্ছে আজ

সবজি মেলা শুরু হচ্ছে আজ

ছবি : সংগৃহীত

বাণিজ্য

সবজি মেলা শুরু হচ্ছে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

‘নিরাপদ সবজি করব চাষ পুষ্টি মিলবে ১২ মাস’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সবজি মেলা-২০১৯। রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংসদ সদস্য ও কৃষিবিদ আবদুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতীয় সবজি মেলা ২০১৯ উপলক্ষে কেআইবি চত্বর থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেআইবি চত্বরে শেষ হবে।

মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরবে, যা নতুন নতুন সবজি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলা উপলক্ষে কেআইবি অডিটোরিয়ামে ‘বছরব্যাপী নিরাপদ সবজি চাষ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads