• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাণিজ্য মেলায় তথ্যসেবা দিচ্ছে বিআরবি হাসপাতাল

বাণিজ্য মেলায় তথ্যসেবা দিচ্ছে বিআরবি হাসপাতাল

ছবি : বাংলাদেশের খবর

বাণিজ্য

বাণিজ্য মেলায় তথ্যসেবা দিচ্ছে বিআরবি হাসপাতাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারো তথ্যসেবা দিচ্ছে বিআরবি হাসপাতাল। মেলায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ২৬ নম্বর স্টল থেকে দর্শনার্থীদের জন্য এ সেবা দেওয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য বিদেশনির্ভরতা ও মোটা অঙ্কের ব্যয়ভার লাঘব, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়া ও বিভিন্ন রোগের চিকিৎসার বিষয়ে এখানে সুপরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ ও তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হচ্ছে।

রাজধানী ঢাকার পান্থপথে প্রতিষ্ঠিত বিআরবি হাসপাতালে এখন বিশ্বমানের চিকিৎসাসেবা পাচ্ছেন দেশের মানুষ। উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা যন্ত্রপাতির সব আয়োজন রয়েছে এখানে। ‘আপনার নিরাময় ও প্রশান্তির বিশ্বস্ত দায়িত্বে আমরা’ স্লোগানে ইতোমধ্যেই চিকিৎসাসেবায় এ হাসপাতালটি সবার নজর  কেড়েছে। এখানে রয়েছে রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহার ও সব ক্ষেত্রে তুলনামূলক কম খরচের সুবিধা। জরুরি প্রয়োজনে রোগীর স্বজনদের একটি ফোনই যথেষ্ট। রয়েছে ২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। পাশাপাশি নিজস্ব হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে দেশের যেকোনো জায়গা থেকে রোগী পরিবহনের সুবিধা আছে। দেশের সর্বাধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এ হাসপাতালে। এ সেন্টারে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি। এর মাধ্যমে রোগীর অপারেশন ছাড়াই পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধসহ জটিল রোগের চিকিৎসা করা হয়। দেশে প্রথম এই হাসপাতালে চালু হয়েছে আন্তর্জাতিক মানের নিউরো সেন্টার। ব্রেইন অ্যান্ড স্পাইন সেন্টারে মস্তিষ্ক ও মেরুদণ্ডের সব রোগ সহজে শনাক্ত ও সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার অভিজ্ঞ ডাক্তারসহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সময়ের চাহিদার সঙ্গে এই হাসপাতালে ইতোমধ্যে অত্যন্ত মনোরম পরিবেশে ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার’ সেন্টার চালু করা হয়েছে। দেশের খ্যাতনামা মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন।

ডায়ালাইসিস সুবিধাসহ ‘ইউরোলজি ও নেফ্রোলজি’ সেন্টারের মাধ্যমে মূত্রনালী ও কিডনি সম্পর্কিত দুরারোগ্য রোগের চিকিৎসা শুরু হয়েছে। চলমান সময়ে এখানে সংযুক্ত করা হয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি। ‘বোন অ্যান্ড জয়েন্ট’ সেন্টারের মাধ্যমেও এখানে অত্যাধুনিক চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।

সব মিলিয়ে বিআরবি হসপিটাল লিমিটেড চিকিৎসাসেবায় দেশে নতুন দিগন্তের সূচনা করেছে। ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও রোগীদের যত্ন নেওয়ার এটেনডেন্টসহ এখানে রয়েছে সর্বাধুনিক মানের সাতটি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। বিআরবি হাসপাতালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিজানুর রহমান বলেন, দেশবরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান সেবার মানসিকতা নিয়ে এ হাসপাতালটি গড়ে তুলেছেন। এখানে বিশ্বমানের সেবা দেশের মানুষকে সহজে প্রদানে আমরা বদ্ধপরিকর। তিনি জানান, রাজধানীর অভিজাত যেকোনো হাসপাতালের থেকে এখানকার পরিবেশ ও চিকিৎসার মান উন্নত। তবে খরচের ক্ষেত্রে অন্যদের তুলনায় অনেক কম। তিনি বলেন, চিকিৎসার পেছনে প্রতিবছর দেশ থেকে মোটা অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য মানুষ বাধ্য হয়েই বিদেশনির্ভর হচ্ছে। যার ফলে আমাদের অর্থনীতিতেও খারাপ প্রভাব পড়ছে। এ হাসপাতালের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads