• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শেষ মুহূর্তে কেনাকাটার ধুম

বাণিজ্য মেলার এসব স্টল থেকে চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধুম

ছবি : সংগৃহীত

বাণিজ্য

বাণিজ্য মেলা

শেষ মুহূর্তে কেনাকাটার ধুম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে খাবারের দোকান থেকে কাপড়, আসবাবপত্র থেকে কসমেটিকস সব ধরনের দোকানেই চলে কেনাকাটার ধুম। গতকাল শুক্রবার মেলা ঘুরে এ চিত্র দেখা গেছে। মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকালই শেষ হওয়ার কথা ছিল। পরে মেলা কর্তৃপক্ষ আরো এক দিন বাড়িয়ে তা আজ শনিবার পর্যন্ত করেছে। মেলার শেষ মুহূর্তে প্রয়োজনীয় পণ্য কিনছেন দর্শনার্থীরা। গতকাল মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঘোরাঘুরির পাশাপাশি মেলার সব ধরনের দোকানেই রয়েছে ভিড়।

তবে দুপুর গড়িয়ে বিকাল হতেই সেই ভিড় আরো বাড়ে।  বিকালে ভিড় এতটাই বাড়ে যে, একপর্যায়ে যেসব দর্শনার্থী মেলায় দীর্ঘক্ষণ ছিলেন তাদের বেরিয়ে যাওয়ার অনুরোধ করে মেলা কর্তৃপক্ষ। যাতে অন্য দর্শনার্থীরাও মেলায় ঘোরার সুযোগ পান। গতকাল মেলা থেকে মগ, প্লেট আর কাপ কেনেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মেলা শেষ হয়ে যাচ্ছে বলেই এসেছি। প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম।

আরো কিছু বাকি আছে, সেগুলোও কিনব।’অন্যদিকে মেলার স্টলগুলোও তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করেছেন। কেউ কেউ আগের তুলনায় বেশি ছাড় দিচ্ছেন। মেলার শুরুতে ইটালিয়ানো তাদের নির্দিষ্ট কিছু ক্রোকারিজ পণ্যে ২০ শতাংশ ছাড়ে বিক্রি করত। এখন সেগুলো ৪০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।

ইটালিয়ানোর সেলস এক্সিকিউটিভ ইমন বলেন, আমরা অল্প লাভ রেখে পণ্য ছেড়ে দেওয়ায় বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। মেলায় ৫০ শতাংশ ছাড়ে জুতা বিক্রি করছে র্যাভেঞ্জ প্যাভিলিয়ন।

এর ম্যানেজার সালাউদ্দিন বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার (গতকাল) বেচাকেনা খুব ভালো হয়েছে। আশা করছি, মেলার শেষ দিন শনিবারও (আজ) ভালো হবে। এসএমই ফাউন্ডেশন প্যাভিলিয়নের ব্যাগ বাজার স্টলের বিক্রেতা রাকিবুল হাসান বলেন, সন্ধ্যার আগে আগে বেচাকেনা আরো বেড়ে যাবে।

এবারের মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল রয়েছে ৪১২টি।

বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৯ জানুয়ারি শুরু হওয়া এ মেলা শেষ হবে আজ শনিবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads