• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

সংরক্ষিত ছবি

বাণিজ্য

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। ইন্দোনেশিয়াও চায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) সই করার জন্য কার্যক্রম চলছে। ভিসা ইস্যুর ক্ষেত্রে কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিমা সোমারনোর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ-২) মো. বদরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ এবং তৈরি পোশাকসহ অনেক পণ্য রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজ লাগাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ রফতানি বৃদ্ধির জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার ভালো বন্ধুরাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইন্দোনেশিয়া বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশ আসতে চায়। এ জন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন। ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এ জন্য উভয় দেশ আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী টঙ্গীর তুরাগে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোরজির স্প্রিং ২০১৯ সেশনের অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। অফিসে ব্যবসায়ী আজম জে. চৌধুরীর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মিসেস উয়েন্ডি উয়ারনারের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads