• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইংল্যান্ডে ফের মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুজিবুর

ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথকে বই উপহার দিচ্ছেন মোহাম্মদ মুজিবুর রহমান

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য

ইংল্যান্ডে ফের মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুজিবুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

ইংল্যান্ডের করবি বারাহ কাউন্সিলে দ্বিতীয় বারের মতো মেয়রের দায়িত্ব নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৭টায় সিভিক হলে আয়োজিত কাউন্সিলের প্রথাগত এক আড়ম্ব্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাউন্সিলর মোহাম্মদ মুজিবর রহমানকে আগামী এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে করবি কাউন্সিলের সব নির্বাচিত কাউন্সিলর, স্থানীয় বিশিষ্ট জনসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। 

মুজিবুর রহমান করবির ২০১১-২০১৩ সালে কাউন্সিলর মেয়রের দায়িত্ব পালন করছেন। সেই সময় ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ প্রথমবারের মতো করবি বারাহ পরিদর্শন করেন। মেয়রের দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে ২০১৭-২০১৮ সালে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের সিলেটের উসমানি নগরের খাগদিওর গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম আলহাজ রমজান আলী ও গুলবাহার বিবির ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে তৃতীয় সন্তান মোহাম্মদ মুজিবুর। ১৯৭৯ সাল থেকে ব্রিটেনে সপরিবারে বসবাস করছেন।

নর্দাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিলের অর্ন্তগত করবি বারাহে অল্প সংখ্যক বাংলাদেশির বসবাস। তবে মূলধারার রাজনীতিতে তারা সক্রিয়। ২০১১ সালে দুই জন বাংলাদেশি স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে মুজিবুর রহমান একমাত্র বাংলাদেশি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads