• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পিরিয়ড সেলিব্রেট করে পার্টি!

রীতিমতো কার্ড ছাপিয়ে নিমন্ত্রন করে করা হচ্ছে এই পার্টি

ছবি : ইন্টারনেট

যুক্তরাজ্য

পিরিয়ড সেলিব্রেট করে পার্টি!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৮

পার্টিতে নাচ-গান, খানাপিনার সঙ্গে দেদার জমাটি আড্ডা কে না ভালবাসে! মূলত পশ্চিমা সংস্কৃতি হলেও এ দেশেও পার্টি বেশ জনপ্রিয়। তা সে বিয়ে হোক কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতি। কিন্তু পিরিয়ড নিয়ে পার্টির কথা কি কেউ শুনেছেন?

হ্যাঁ, এটাই বাকি ছিল এবং সেটা শুরুও হয়েছে। সন্তানের পিরিয়ডের দিনগুলোয় তাদের আনন্দে রাখতে, অকারণ দুশ্চিন্তা কাটাতে তাদের বন্ধু ও আত্মীয়দের ডেকে পার্টির আয়োজন করছেন ব্রিটিশ মায়েরা। রীতিমতো কার্ড ছাপিয়ে।

জানা গিয়েছে, ইউটেরাসের আকারে কেকের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের বেকারিগুলো। রঙিন কাগজ বেলুন-সহ হুল্লোড় চলছে দিনভর। এই পার্টিতে পিরিয়ড নিয়ে আলোচনা করতে কখনো কখনো হাজির থাকছেন নিমন্ত্রিত কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞও। তাদের কাছে নিজেদের সমস্যা, অসুবিধা খুলে বলছেন অতিথিরাও।

মূলত, প্রথম পিরিয়ড শুরুর দিনটি উদ্‌যাপন করতেই এই পার্টি শুরু হয়েছিল, তবে ইদানীং প্রতি মাসে পিরিয়ড শুরুর দিনটিকে একটু অন্যরকম করে তুলতেও এমন পার্টির আয়োজন করছেন ব্রিটিশরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads