• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
 প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য

প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস ছাড় দেয়নি ব্রিটিশ রাজ পরিবারকেও। প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত করেছে দেশটির চিকিৎসকরা। 

ক্লিয়ারেন্স হাউসের মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, ৭১ বছর বয়স্ক প্রিন্স চার্লসের শরীরে ভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে। তবে তার স্বাস্থ্য ভাল আছে। অন্যদিকে ৭২ বছর বয়স্ক ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়া পার্কারের শরীরে ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তারা দুজনই স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে আইসোলেশনে রয়েছেন।

এদিকে বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়, ১২ মার্চ রাণী এলিজাবেথের সঙ্গে প্রিন্স চার্লসের সাক্ষাৎ হয়েছে।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু সেখানে উপস্থিত বিশেষ ব্যক্তিদের সঙ্গে সৌহার্দ বিনিময় করতে গিয়ে তিনি ভুল করে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে তিনি হাত সড়িয়ে নিয়ে নমস্কারের পদ্ধতি অবলম্বন করে সৌহার্দ বিনিময় করেন।

এ ঘটনা সম্পর্কে ৭১ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস সংবাদমাধ্যমকে বলেন, হ্যান্ডশেক না করার ব্যপারটি মনে রাখা খুবই কঠিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads