• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ক্যালিফোর্নিয়ায় পানশালায় বন্দুকধারীর গুলি, নিহত ১২

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় পানশালায় বন্দুকধারীর গুলি, নিহত ১২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে আবারো গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।  এবার একটি পানশালায় এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে এক বন্দুকধারী।  এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছে।  আহত হয়েছেন অন্তত ১০ জন।  খবর বিবিসির।

দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকেও পানশালার ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।  ওই বন্দুকধারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে এ গোলাগুলি শুরু হয়।  ক্যালিফোর্নিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাউজ্যান্ড ওকস এলাকায় বর্ডারলাইন বার অ্যন্ড গ্রিল নামের একটি পানশালায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, হামলাকারী একটি সেমি অটোমেটিক বন্দুক ও ধোয়া গ্রেনেড ব্যবহার করেছেন। ওই সময় অন্তত ২০০ মানুষ পানশালার ভেতরে ছিলেন। সেখানে একটি গানের উৎসব চলছিলো।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads