• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

যুক্তরাষ্ট্র

বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ, ট্রাম্পের টুইট সরালো কর্তৃপক্ষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২০

করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটে করোনা মুক্ত হওয়ার দাবি করে ট্রাম্প লিখেছেন, এরইমধ্যে করোনার বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তিনি আর কাউকে সংক্রমিত করবেন না।

এ ব্যাপারে টুইটারের এক মুখপাত্র বলেছেন, এর মাধ্যমে করোনার ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। এর আগে ট্রাম্প বলেন, তিনি করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

তার মাধ্যমে কারো সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তাই নির্বাচনি প্রচারে ফিরবেন তিনি। ২রা অক্টোবর প্রথম নিজের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানান ট্রাম্প। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads