• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

আবহাওয়া

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডঃ ২.৬ ডিগ্রি সেলসিয়াস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৮

পৌষের শৈত্য প্রবাহে ভেঙে গেলো অতীতের সকল সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।  দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সোমবার সকালে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শৈত্যপ্রবাহের প্রভাবে সেখানে আজ তাপমাত্রা ছিলো মাত্র ২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোনো রেকর্ড নেই।

এর আগে নথিভুক্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সৈয়দপুর ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায়- মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, শৈত্যপ্রবাহ এখনো পর্যন্ত সঞ্চালিত হচ্ছে। তবে দুএকদিনের মধ্যে এর প্রভাব কমতে শুরু করবে।

গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উত্তরাঞ্চলসহ প্রায় সব জায়গাতেই চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষজন। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads