• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

পুরোনো ছবি

আবহাওয়া

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের প্রাণহানি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সময় এদের মৃত্যু হয়। এর মধ্যে সিরাজগঞ্জে বাবা-ছেলেসহ পাঁচজন, মাগুরায় তিনজন, নওগাঁয় দুজন, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, গাজীপুর ও সুনামগঞ্জ জেলায় একজন করে প্রাণ হারান।

আমাদের প্রতিনিধিরা বজ্রপাতে হতাহতের সংবাদ জানিয়েছেন :

সিরাজগঞ্জ : জেলার তিন উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। নিহতরা হলেন কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের কৃষক শামসুল ইসলাম (৫৫), তার স্কুলপড়ুয়া ছেলে আরমান আলী (১২), কামারখন্দ উপজেলার পুস্তক কুড়া গ্রামের কৃষক আবদুল কাদের (৩৭), শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া গ্রামের কলেজছাত্র নাবিল হোসেন (১৭) ও পলিন সেখ (১৫)। জানা গেছে, কাজীপুরে শামসুল ইসলাম সকাল সাড়ে ৮টার দিকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে আরমানকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী চরে চীনাবাদাম তোলার কাজ করছিলেন।

মাগুরা : সদর উপজেলা এবং শালিখায় তিনজনের মৃত্যু হয়েছে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুপুর ১২টার দিকে বজ্রবৃষ্টি শুরু হলে সদর উপজেলার বুলু গ্রামের আলম (৩৫), আড়াইসাত গ্রামের শিবানন্দকে (৪০) বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কিছু সময় পর দুজনই মারা যান। অন্যদিকে একই সময় শালিখায় বিদ্যুৎলাইনে কাজ করার সময় বজ্রপাতে মেহেদী (১৮) নামে এক শ্রমিক টাওয়ার থেকে পড়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলায় সকালে ধান কাটার সময় বজ্রপাতে আবদুর রহিম (৫০) নামে এক কৃষিশ্রমিক মারা যান। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। এদিকে বজ্রপাতে শ্রমিক হতাহতের খবর পেয়ে জমির মালিক তাজুল ইসলাম হূদরোগে আক্রান্ত হন। তাকেসহ আহত দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী : মাইজদীতে বজ্রপাতে স্কুলছাত্র পিয়ালের (১৩) মৃত্যু হয়েছে। পিয়াল নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানার ছেলে।

নওগাঁ : জেলার পোরশা ও সাপাহার উপজেলায় বজ্রপাতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এর মধ্যে পোরশা উপজেলায়  বেলা ৩টার দিকে মৃত্যু হয়েছে মুক্তার হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের। মুক্তার উপজেলার বালিয়াচান্দা গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে। অপরদিকে সাপাহার উপজেলার রামাশ্রম গ্রামে দুপুরে বজ্রপাতে সোনাভান (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাড়ির আঙ্গিনায় রান্না করছিলেন। এ সময় তার স্বামীসহ আরো তিনজন আহত হন।

গাজীপুর : কালিয়াকৈরে বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। সকাল ৮টার দিকে মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ : সদর উপজেলার সুরমা ইউনিয়নে সকালে বজ্রপাতে কৃষক লিটন মিয়া (৩০) মারা যান। তিনি সৈয়দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads