• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাড়তে পারে গরম

রোদের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছেন এক পথচারী

ছবি সংরক্ষিত

আবহাওয়া

বাড়তে পারে গরম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দম্কা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অনত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১২ মিনিটে।

রিলেটেড সংবাদ:

  1. গরমে তরমুজের শরবত

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads