• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বৃষ্টি বাড়তে পারে কাল থেকে

বৃষ্টির মধ্যে কর্মস্থলে যাচ্ছে কর্মজীবী

সংরক্ষিত ছবি

আবহাওয়া

বৃষ্টি বাড়তে পারে কাল থেকে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৮

রাজধানী ঢাকায় গত দুই দিনের মতো আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক এই বর্ষণ মাঝারি মাত্রা ছাড়িয়ে ছুঁতে পারে মাঝারি মাপের ভারীর ঘর। আর আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের এই প্রবণতা প্রবল হতে পারে, যা চলতে পারে আরো তিন-চার দিন। এই সময়ে রাজধানীসহ দেশের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের তথ্যানুযায়ী, বর্ষা মৌসুম হওয়ায় মৌসুমি বায়ু দেশের সর্বত্রই মোটামুটি সক্রিয় রয়েছে। তবে তা উত্তর বঙ্গোপসাগর এলাকায় মাঝারি থেকে প্রবল মাত্রায় সক্রিয় রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর উপস্থিতির কারণে বৃষ্টিপাতের এমন সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড করা হয় আরো ৬ মিলিমিটার। একই সময়ে দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভোলায় ৪০ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান বাংলাদেশের খবরকে বলেন, ত্রৈমাসিক পূর্বাভাস থেকে দেখা যায় জুন, জুলাই ও আগস্ট মাসের পুরোটা সময়ই দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এপ্রিল ও মে মাসের তথ্যানুযায়ী, ওই দুই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে। মৌসুমি বায়ুর উপস্থিতি ও সক্রিয়তার কারণে বোঝা যাচ্ছে আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তিনি বলেন, গত সপ্তাহে রাজধানীসহ দেশের সর্বত্রই মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত ছিল। কিন্তু আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি আকারের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads