• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাংলাদেশে আঘাত না হানলেও নামবে শীত

সংগৃহীত ছবি

আবহাওয়া

সাগরে ঘূর্ণিঝড় ‘গাজা’

বাংলাদেশে আঘাত না হানলেও নামবে শীত

  • তপু রায়হান
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘গাজা’। আজ সোমবার দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা থাকলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। সাগরে এই ঘূর্ণিঝড়টি কেটে গেলে মৌসুমি বায়ুর প্রভাব বিদায় নেবে দেশ থেকে, নামতে শুরু করবে পুরোপুরি শীত।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আবহাওয়া সংস্থাগুলো এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘গাজা’।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, রোববার দুপুরে সেটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

তবে ঘূর্ণিঝড় গাজার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার দুপুরে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, নিম্নচাপের কারণে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা বিশেষভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর প্রভাব এখনো উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। মাছধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টি কেটে গেলে দেশ থেকে মৌসুমি বায়ুর প্রভাব পুরোপুরি কেটে যাবে। এর পর থেকেই নামতে শুরু করবে শীত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads