• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্কতা

সংগৃহীত ছবি

আবহাওয়া

ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্কতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মে ২০১৯

দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার অধিদফতরের আবহাওয়া সতর্কবার্তা এ কথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, বজ্রমেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া এ সতর্কবার্তায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads