• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

ফাইল ছবি

আবহাওয়া

ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

আগামী ৫ জুন বুধবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)। আর আবহাওয়া অফিস জানাচ্ছে, ঈদের দিন হতে পারে বৃষ্টি। ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ আবদুর রহমান এ কথা জানান।

আবদুর রহমান বলেন, ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দুদিন আগেই এ নিয়ে বিস্তারিত পূর্বাভাস দেবে আবহাওয়া অফিস।

এদিকে ঈদযাত্রায়ও বৃষ্টি বিড়ম্বনার সৃষ্টি করতে পারে এমন পূর্বাভাস মিলেছে আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসগুলোতে। মূলত এবার বর্ষার শুরুতে পড়ছে ঈদ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বর্ষা শুরু হয় মূলত ১ জুন থেকে।

এছাড়া গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা,

 বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads