• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পৌষের বৃষ্টিতে ফের বাড়তে পারে শীত

ছবি: ইউএনবি

আবহাওয়া

পৌষের বৃষ্টিতে ফের বাড়তে পারে শীত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২০

পৌষ মাসের বৃষ্টিতে ফের শীত বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।আজ শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি হয় রাজধানী ঢাকায়। মেঘলা আকাশ এবং বৃষ্টির মধ্য দিয়েই জেগে ওঠে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনব্যাপী বৃষ্টি অব্যাহত থাকলেও শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, ‘দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হবে, যার ফলে শীত আরো তীব্র হবে।’ খবর ইউএনবির।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকালের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েন রিকশা চালক ও দিনমজুরদের মতো খেটে খাওয়া মানুষেরা।

সকালে রাজধানীর মৌচাক মোড়ে বসে থাকা রিকশা চালক হাশেম আলী বলেন, ‘এই শীতের বৃষ্টিতে রিকশা না চালিয়ে ঘরের ভেতর ঘুমাতে পারলেই ভালো হতো।’

এছাড়া সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময় শিক্ষার্থীদের ছাতা ব্যবহার করতে দেখা যায়।

এদিকে বৃহস্পতিবার পঞ্চগড়ের তেতুলিয়ায় সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া তেতুলিয়ায় গত রবিবার ৪ দশমিক ৫ এবং সোমবার ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

অন্যদিকে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৫,৪৪০ জন।

স্বাস্থ্য পরিসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শীত আক্রান্ত রোগীদের মধ্যে ৭৬৭ জন শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা নিয়েছেন।

তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারাদেশে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads