• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শ্রীমঙ্গলে দু'দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সংগৃহীত ছবি

আবহাওয়া

শ্রীমঙ্গলে দু'দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে দু'দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অবজারভার মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, গত ২০ ও ২৯ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, গত দু'দিন থেকে শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি।

দিনের বেলায় সুর্যের উপস্হিতিতে শীত তেমন অনু্ভুত না হলেও সন্ধ্যা নামার সাথে সাথে অনুভুত হতে থাকে শীত। রাত যত বাড়তে থাকে শীতের তীব্রতাও বাড়তে থাকে। বিশেষ করে উপজেলার চা-বাগানেগুলোতে ও গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, ইতোমধ্যে উপজেলার ৯ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত ৫ হাজার ৬০০ কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads