• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি

  • বাসস
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৮

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু ও আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির উদ্ধারকর্মীরা একথা জানায়।

এই ঘটনায় ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। এদের চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধারকারী দাতব্য সংস্থা এসওএস মেডিটেরিয়ান টুইটারে জানায়, ‘শরণার্থীরা প্রচ- ঠান্ডা পানিতে ছিল। সেখান থেকে নিরাপদে ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে বাঁচানো সম্ভব হয়নি।’

এই উদ্ধার অভিযানে সহায়তাকারী সংস্থা ডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, ‘নৌকাডুবির ঘটনায় অনেক লোক নিখোঁজ রয়েছে। তারা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।’

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads