• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

দন্ডপ্রাপ্ত ফরাসী নারী জিহাদিকে ছেড়ে দিল ইরাক

  • বাসস
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ইরাকের এক আদালত সোমবার সন্দেহভাজন এক ফরাসী নারী জিহাদিকে মুক্তির নির্দেশ দিয়েছে। ইরাকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তার সাত মাসের সাজা হয়েছিল।

আদালতের রায়ে বলা হয়, ওই নারী ইতোমধ্যেই সাজার মেয়াদ জেলে কাটিয়েছে।

চার সন্তানসহ মেলিনা বোউগেদির (২৭) নামের ওই নারীকে গত গ্রীষ্মকালে ইসলামিক স্টেট এর ঘাঁটি মসুল থেকে গ্রেফতার করা হয়। শিশুদের মধ্য থেকে তিনজনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়।

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads