• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

অস্ট্রেলিয়ান তরুণের ৪৪ বছর কারাদন্ড

  • বাসস
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ায় এক চরমপন্থী কিশোরকে বন্দুক সরবরাহের দায়ে বৃহস্পতিবার এক তরুণকে ৪৪ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপকে সম্মান জানাতে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যার জন্য অস্ত্রটি সরবরাহ করা হয়।

২০১৫ সালে সিডনির একটি মসজিদে রাবান আলোউ নামের ওই ব্যক্তি ফরহাদ মোহাম্মদ নামের ১৫ বছর বয়সী এক কিশোরকে বন্দুক দেয়ার কথা স্বীকার করেছে।

ফরহাদ নিউ সাউথ ওয়েল্‌সের পুলিশ সদরদপ্তরের বাইরে কার্টিস চেং নামে এক পুলিশ সদস্যের মাথার পেছনে গুলি করে। এর পরপরই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরহাদ নিহত হয়।

ইরাকী ও কুর্দি বংশদ্ভুদ ফরহাদের জন্ম ইরানে।

 

সূত্রঃ এএফপি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads